আইপিডিসি এসএমই ফাইন্যান্সিং

ফাইন্যান্সিং পার্টনার হিসেবে দেশব্যাপী আইপিডিসি এসএমই উদ্যোক্তাদের উদ্যোগ সফল করার প্রচেষ্টায় নিয়োজিতসেই সাথেআইপিডিসি নারীর ক্ষমতায়নের লক্ষ্যে উপযোগী ও সাশ্রয়ী সেবা প্রদানের মাধ্যমেউদ্যোক্তাদের উৎসাহিত করে থাকে।

20._SME_-_understanding_needs.jpg
আপনার প্রয়োজন

আমরা বুঝি

আমরা খুব সহজেই অনুধাবন পারি আমাদের গ্রাহকদের সম্ভাবনাময় ভবিষ্যৎ। আমাদের সব সেবা বিশেষজ্ঞগণ দ্বারা এমন ভাবে সাজানো যাতে আপনি পৌঁছে যান সফলতার শিখরে। গ্রাহকের যেকোন প্রয়োজনই আমরা দেখি যথেষ্ট গুরুত্বের সাথে, যা অবদান রেখে চলেছে আমাদের উন্নতির পেছনে।

গড়ে তুলুন

নেটওয়ার্ক আইপিডিসি’র মাধ্যমে

আপনার সকল আর্থিক প্রয়োজনে দেশব্যাপী আইপিডিসি’র বিস্তীর্ণ নেটওয়ার্ক আছে আপনারই সাহায্যে। শুধু তাই না, আইপিডিসি’র সকল সেবা এখন আছে অনলাইনে আপনার নখদর্পণে। গ্রাহককে সর্বোচ্চ কাস্টোমার সার্ভিস দেয়ার লক্ষ্যে আমাদের আছে নিবেদিত সার্ভিস টিম যারা মুগ্ধ করবে আপনাকে তাঁদের সুনিপুণভাবে তৈরি সেবা প্রক্রিয়ার মাধ্যমে। তাই আপনি উপভোগ করতে পারবেন আপনার ব্যবসার সর্বোচ্চ প্রবৃদ্ধি। 

SME-Building-Network-through-Us.jpg

বেছে নিন একটি স্কিম যেটা আপনার প্রয়োজনের সাথে মিলে

লিজ ফাইন্যান্সিং
দীর্ঘ মেয়াদী ঋণ সুবিধা
স্বল্প মেয়াদী ঋণ সুবিধা
জয়ী - নারী উদ্যোক্তাদের অর্থায়ন

ডকুমেন্টসের প্রয়োজনীয় তালিকা

ক্রমিক নং. ডকুমেন্ট মালিকানা কনসার্ন পার্টনারশিপ ফার্ম প্রাইভেট লিমিটেড কোম্পানি পাবলিক লিমিটেড কোম্পানি
1 বৈধ ট্রেড লাইসেন্স
2 ৩ বছরের ট্রেড লাইসেন্স
3 সর্বশেষ ১২ মাসের ব্যাংক স্টেটমেন্ট
4 ব্যবসার মালিকদের/ পরিচালকদের জাতীয় পরিচয়পত্র
5 ব্যবসার ইউটিলিটি বিল
6 টিন সার্টিফিকেট
7 মালিকদের/পরিচালকদের পাসপোর্ট সাইজ ছবি
8 নিবন্ধনকৃত অংশীদার চুক্তি
9 মেমোরেন্ডাম এবং আর্টিকেল অফ ইনকরপোরেশন, ফর্ম X এবং XII
10 সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন
11 বোর্ড/পার্টনারশিপ রেজোলিউশান
12 এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স সার্টিফিকেট
13 সকল ফাইন্যান্সিং সম্পৃক্ত অফার লেটার
14 সর্বশেষ ৩ বছরের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট

লিজ ফাইন্যান্সিং

বাণিজ্যিক / অফিসসরঞ্জাম, যন্ত্রপাতি, জেনারেটর, যানবাহন, জাহাজ ইত্যাদি কেনার জন্য ছোট / মাঝারি ব্যবসা গুলোকে লিজ ফাইন্যান্স প্রদান করা হয়।

সম্ভাব্যগ্রাহকঃ

  • উৎপাদন শিল্প / ট্রেডিং / সার্ভিস এর সাথে জড়িত ছোট / মাঝারি ব্যবসা ৩বছরের অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রতিষ্ঠান ব্যবসা হতে হবে প্রোপ্রাইটরশিপ / পার্টনারশিপ / প্রাইভেট লিমিটেড কোম্পানী /পাবলিক লিমিটেড কোম্পানি

উদ্দেশ্যঃ

  • সম্পদ, যেমনগাড়িবাসরঞ্জামক্রয়করা

সেবারমেয়াদঃ

  • এই সেবার নূন্যতম মেয়াদ ১২ মাস এবং সর্বোচ্চ ৬০ মাস।

পরিশোধ

  • সমান মাসিক কিস্তি বাব্যবসার আয়ের উপর ভিত্তি করে কাঠামো বদ্ধ পেমেন্টের মাধ্যমে অর্থ পরিশোধ করা যাবে।

নিরাপত্তা

  • লিজ প্রাপ্ত সম্পদের মালিকানা প্রাথমিক নিরাপত্তা হিসেবে গণ্য করা হবে। অতিরিক্ত নিরাপত্তা সাধারণত নিশ্চিত করা হয় ব্যক্তিগত গ্যারান্টি, পোস্ট-ডেটেড চেক এবং মোট আর্থিক পরিমাণের সম পরিমাণ একটি চেক দ্বারা।

দীর্ঘ মেয়াদী ঋণ সুবিধা

দীর্ঘ মেয়াদী ঋণ সুবিধা দেওয়া হয় একটি ব্যবসার পুঁজি মেটানোর জন্য / অপরিবর্তনীয় ব্যয়ের জন্য।

সম্ভাব্য গ্রাহকঃ

  • উৎপাদনশিল্প /ট্রেডিং /সার্ভিস এর সাথে জড়িত ছোট / মাঝারি ব্যবসা
  • ৩ বছরের অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রতিষ্ঠান
  • ব্যবসা হতে হবে প্রোপ্রাইটরশিপ / পার্টনারশিপ/ প্রাইভেট লিমিটেড কোম্পানী/ পাবলিক লিমিটেড কোম্পানি

উদ্দেশ্যঃ

প্রোডাকশন লাইন সম্প্রসারণ, প্রোডাকশন প্রক্রিয়ার আধুনিকায়ন, উৎপাদন ক্ষমতাওস্থান সম্প্রসারণ,ইত্যাদি।

সেবার মেয়াদঃ

এই সেবার অনুমোদিত নূন্য তম মেয়াদ ১২ মাস এবং সর্বোচ্চ ৬০ মাস।

পরিশোধঃ

সমান মাসিক কিস্তি বাব্যবসার আয়ের উপর ভিত্তি করে কাঠামোবদ্ধ পেমেন্টের মাধ্যমে পরিশোধ করা যাবে।

নিরাপত্তাঃ

টার্ম লোন ফ্যাসিলিটির ক্ষেত্রে লোন সুবিধা নিরাপদ রাখতে জামানত প্রয়োজন।অতিরিক্তি নিরাপত্তা নিশ্চিত করা হয় ব্যক্তিগত গ্যারান্টি, কর্পোরেট গ্যারান্টি, পোস্ট-ডেটেড চেক এবং মোট আর্থিক পরিমাণের সম পরিমাণ অর্থের চেক দ্বারা।

স্বল্প মেয়াদী ঋণ সুবিধা

অন্তর্বর্তী কালীন সময়ে জরুরী অর্থের প্রয়োজন মেটানোর জন্য বিভিন্ন ব্যবসার জন্য শর্টটার্ম লোন দেওয়া হয়।

যোগ্যতাঃ

  • উৎপাদন শিল্প/ ট্রেডিং/ সার্ভিস এর সাথে জরিত ছোট/ মাঝারিব্যবসা
  • ৩ বছরের অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রতিষ্ঠান
  • ব্যবসা হতে হবে প্রোপ্রাইটরশিপ/ পার্টনারশিপ/ প্রাইভেটলিমিটেড কোম্পানী/ পাবলিকলিমিটেড কোম্পানি

উদ্দেশ্যঃ

নিত্য আর্থিক প্রয়োজন অথবা কাঁচামালের যোগান মেটাতে।

সেবার মেয়াদঃ

  • এই সেবার সর্বোচ্চ অনুমোদিত মেয়াদ ১২ মাস (৩৬০ দিন)

পরিশোধঃ

সমান মাসিক কিস্তি, কাঠামো বদ্ধ পেমেন্ট, মাসিক/ ত্রৈমাসিক সুদ এবং ব্যবসার আয় থেকে প্রাপ্ত অর্থ দ্বারা পরিশোধ করা যেতে পারে।

নিরাপত্তাঃ

টার্মলোন ফ্যাসিলিটির ক্ষেত্রে লোন সুবিধা নিরাপদ রাখতে জামানত প্রয়োজন হতে পারে।ব্যক্তিগত গ্যারান্টি, কর্পোরেটগ্যারান্টি, পোস্ট-ডেটেড চেক এবং মোট আর্থিক পরিমাণের সম পরিমাণ অর্থের চেক দ্বারাও নিরাপত্তা নিশ্চিত করা যেতে পারে।

জয়ী - নারী উদ্যোক্তাদের অর্থায়ন

নারী ব্যবসায়ীদের সীমাহীন সফলতা এনে দিতে শুধুমাত্র তাঁদেরকে কেন্দ্ রকরেই গড়ে তোলা হয়েছে এই সেবা।

কারা লোন সুবিধাটি করতে পারবেঃ

  • উৎপাদন/ ট্রেডিং/ সেবা খাতে জড়িত ছোট / মাঝারি ইন্ডাস্ট্রির নারী উদ্যোক্তাগণ
  • ৩ বছরের অধিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যবসা প্রতিষ্ঠান
  • ব্যবসা হতে হবে প্রোপ্রাইটরশিপ/ পার্টনারশিপ/ প্রাইভেটলিমিটেডকোম্পানি

উদ্দেশ্যঃ

ওয়ার্কিং ক্যাপিটালের প্রয়োজনীয়তা/ স্থায়ীসম্পদ ক্রয়/ কারখানা সম্প্রসারণ ইত্যাদি পূরণের জন্য।

সেবার মেয়াদঃ

এই সেবার অনুমোদিত নূন্যতম মেয়াদ ১৮ মাস এবং সর্বোচ্চ ৬০ মাস।

পরিশোধঃ

সমান মাসিক কিস্তি বাব্যবসার আয়ের উপর ভিত্তি করে কাঠামো বদ্ধ পেমেন্টের মাধ্যমে লোন পরিশোধ করা যাবে।

নিরাপত্তা

টার্ম লোন ফ্যাসিলিটির ক্ষেত্রে লোন সুবিধা নিরাপদ রাখতে জামানত প্রয়োজন হতে পারে। নগদ জামানত, ব্যক্তিগত গ্যারান্টি, পোস্ট-ডেটেড চেক এবং মোট আর্থিক পরিমাণের সম পরিমাণ চেক দ্বারা সাধারণত অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়ে থাকে।

এসএমই আবেদনপত্র