NEWS AND INSIGHTS

NEWS AND INSIGHTS

Outsiders often have an insight that an insider doesn't quite have. It’s as basic as this, If you need to be altogether educated about all that is making news and all that is not in the nation, read up!


02 May
May 2, 2018

রাজশাহীতে চার দিনব্যাপী আবাসন মেলা শুরু


উদ্বোধনকালে বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন, রাজশাহীকে পর্যটন নগরী রূপে গড়ে তুলতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে রাজশাহী সিটি কর্পোরেশন। নগরীর উত্তরে বিসিক এলাকায় দৃষ্টি নন্দন ফুটপাত নির্মাণ, ঐতিহ্যবাহী মঠগুলোকে সংস্কার ও মঠপুকুরটিকে সংস্কার করা হচ্ছে। দক্ষিণে পদ্মা নদীর পাড়কে নান্দ্যনিক শোভায় সজ্জিতকরণ কাজ এগিয়ে চলেছে। পর্যটকদের আকৃষ্ট করতে নদীর ধারের তালাইমারী পর্যন্ত বাঁধ সংস্কার, ফুটপাতসহ রাস্তা নির্মাণ, আলোকায়ন ব্যবস্থার উন্নয়নসহ বৃহৎ পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।

রাজশাহী সিটি কর্পোরেশনের জিরো সয়েল প্রকল্পের আওতায় নগরীতে ব্যাপক বৃক্ষরোপণ করা হয়েছে। ফলে রাজশাহী বায়ু দুষণরোধে বিশ্বের সেরা নগরীর স্বীকৃতি লাভ করেছে। উন্নয়নশীল দেশ হিসেবে দেশের প্রতিটি নগরীর ন্যায় এ নগরীকে এগিয়ে নিতে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে। ২০৫০ সালের মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে নগরীতে চার লেনের ৬০ ফিট প্রশস্থ রাস্তা নির্মাণ করা হবে।

ডেভেলপার কোম্পানিগুলোর প্রতি দৃষ্টি আর্কষন করে তিনি বলেন, বহুতল ভবন নির্মাণে ভুমিকম্প সহনীয় বিষয়টি নিশ্চিত করে বিল্ডিং নির্মাণের বিষয়টি চুড়ান্ত করতে হবে। বিল্ডিং কোড মেনে বাড়ী নির্মাণের বিষয়ে সংশ্লিষ্ট গৃহ নির্মাতাকে এ বিষয়ে সচেতন হবার পরামর্শ প্রদান করেন মেয়র। প্রথম বারের মতো রাজশাহীতে এ ধরনের আয়োজন করায় আয়োজক প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান তিনি।

রিয়েল এষ্টেট এন্ড ডেভেলপার্স এসোসিয়েশন (রেডা) রাজশাহীর সভাপতি তৌফিকুর রহমান লাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মোঃ মনিরুজ্জামান মনি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রেডার সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাজী। আরো বক্তব্য রাখেন রেডার সাংগঠনিক সম্পাদক মেজবাউল বারী সওদাগর, সহ-সভাপতি ড: মোঃ ফজলুল করিম, সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এরশাদ আলী ঈশা।

২-৫মে চার দিন ব্যাপি এই মেলায় রহমান ডেভেলপার, জি-এলিভেটর, পারফেক্ট লিভিং, আদদ্বীন প্রপাটিজ, আমানা হোমস, ক্রিষ্টাল, ড্রিম স্মিথ, আল আকসা, সুইট হোম, আল মানার স্টীল, ফিরোজা ইঞ্জিনিয়ার, সেভেন রিং, সওদাগর ডোর, ইউরো এলিভেটার, সরকার টাওয়ারসহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।