অধ্যাপক শাহ মো: আহসান হাবীব
অধ্যাপক শাহ মো: আহসান হাবীব
স্বতন্ত্র পরিচালক

ড. শাহ মো: আহসান হাবীব বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)-এ একজন সিলেকশন গ্রেড পর্যায়ের অধ্যাপক হিসেবে দায়িত্বরত আছেন। তিনি ভারত সরকারের বিএইচইউ গবেষণা বৃত্তির আওতায় ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি এবং  মার্কিন যুক্তরাষ্ট্রের সিনিয়র ফুলব্রাইট স্কলারশিপের অধীনে যুক্তরাষ্ট্রের সিরাকিউজ বিশ্ববিদ্যালয় থেকে গ্রিন ব্যাংকিং-এ ‘পোস্ট ডক্টরাল’ ফেলোশিপ অর্জন করেছেন।

বিগত ২৫ বছরেরও বেশি সময় ধরে ড. আহসান হাবীব বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করেছেন এবং পেশা সম্পর্কিত বিশেষায়িত অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করেছেন।  তাঁর কাজের উল্লেখযোগ্য ক্ষেত্রগুলির মধ্যে রয়েছে ব্যাংকিং অপারেশন, এসএমই অর্থায়ন, ট্রেড ফাইন্যান্স, ইনক্লুসিভ ফাইন্যান্স, গ্রিন ব্যাংকিং এবং আর্থিক অপরাধ ও অসদাচরণ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ, ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস (বিইউপি)-এ সুনামের সাথে খণ্ডকালীন শিক্ষকতার দায়িত্ব পালন করেছেন।  

ড. আহসান বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জার্নাল/বইয়ে ২০০টিরও অধিক গবেষণাপত্র/স্টাডি/প্রকাশনা/অধ্যায় লিখেছেন। এছাড়াও তিনি 'ফিনান্সিয়াল গ্লোবালাইজেশন', 'এনভায়রনমেন্টালি রেসপন্সিবল ব্যাংকিং ইন ইউএসএ', 'টুয়ার্ডস নলেজ সোসাইটি', 'গ্রিন ব্যাংকিং ইন বাংলাদেশ', 'ট্রেড সার্ভিসেস বাই ব্যাংকস ইন বাংলাদেশ', ‘ব্যাংক নেতৃত্ব ও মালিকানা’  শীর্ষক বইসমূহের রচয়িতা। এই বইগুলো জাতীয় ও আন্তর্জাতিক প্রকাশক কর্তৃক প্রকাশিত হয়েছে।

ড. আহসানের বিশ্ব ব্যাংক, আইএফসি, আইডিআরসি, অক্সফাম জিবি; ডিএফআইডি, ইউএনইপি, ইউএনডিপি, জিআইজেড, সিপিডি, ইনএম, এফবিসিসিআই ইত্যাদি প্রতিষ্ঠানের সাথে গবেষণা পরামর্শক হিসেবে এবং দেশে ও বিদেশে বিভিন্ন ব্যাংকের সাথে প্রশিক্ষণ পরামর্শদাতা হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।

তিনি একজন নিয়মিত কলাম লেখক এবং বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় (দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস, বণিকবার্তা, দি বিজনেস স্ট্যান্ডার্ড ইত্যাদি) অর্থায়ন বিষয়ে তাঁর ২০০টিরও বেশি নিবন্ধ প্রকাশিত হয়েছে।   

অন্যান্য ক্ষেত্রসমূহে ড. আহসান-এর সংশ্লিষ্টতাঃ

(১) সদস্য, পরিচালনা পর্ষদ, এবং চেয়ারম্যান, কার্যনির্বাহী কমিটি, ডি. নেট।

(২) ট্রাস্টি, ভ্যালর অব বাংলাদেশ

(৩) সদস্য, পরিচালনা পর্ষদ এবং পরামর্শক, গ্রিনটেক ফাউন্ডেশন।

(৪) সদস্য, আইসিসি বাংলাদেশ ব্যাংকিং কমিশন

(৫) সদস্য, আন্তর্জাতিক সম্পাদকীয় বোর্ড, এশিয়া-প্যাসিফিক রিস্ক প্রফেশনাল অ্যাসোসিয়েশন (এআরপিএ)।