সামির আহমাদ
সামির আহমাদ
মনোনীত পরিচালক, আর এস এ ক্যাপিটাল লিমিটেড

সামির আহমেদ আইপিডিসি পরিচালনা পর্ষদের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান। তিনি একজন ইনভেস্টমেন্ট ব্যাংকার যার রয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং ইউরোপের বিভিন্ন জায়গায় ২০ বছরের অধিক কাজ করার অভিজ্ঞতা। তিনি লন্ডনভিত্তিক কোম্পানি Kidder Peobody- তাঁর ক্যারিয়ার শুরু করেন এবং এরপর যোগদান করেন Global Emerging Markets নামক একটি ইনভেস্টমেন্ট ব্যাংকে যাকাজ করে লন্ডনের বাইরের বিভিন্ন সম্ভাবনাময় বাজার নিয়ে কাজ করে । পরবর্তীতে তিনি চলে আসেন বাংলাদেশে এবং তৈরি করেন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফাইন্যান্স কোম্পানি লিমিটেড (IIDFC)-এর স্ট্রাকচার্ড ফাইন্যান্স ইউনিট। আরএসএক্যাপিটাল গঠন করার আগে তিনি অগ্রণী ব্যাংক পুনর্বিন্যাস করার লক্ষ্যে কাজ করেন PricewaterhouseCoopers এর সঙ্গে ট্রেজারি কন্সাল্টেন্ট হিসেবে। জনাব আহমাদ বাংলাদেশে সর্বপ্রথম সূচনা করেন জিরো কুপন বন্ড, প্রথম স্টেপ ডাউন সিন্ডিকেটেড ঋণ সুবিধা, মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানের জন্য সর্বপ্রথম আনসিকিউরড আন্তর্জাতিক মেয়াদী ঋণ সুবিধা ও  মাইক্রো-ক্রেডিট সিকিউরিটাইজেশন, যা কিনা বিশ্বেও প্রথম। Tier 2 Capital হিসেবে বাংলাদেশের মার্কেটে আন্তর্জাতিক অংশগ্রহণ করা প্রথম ভ্যারিয়েবল রেট সাবঅর্ডিনেটেড ডোমেস্টিক কনভার্টিবেল বন্ড ছাড়ার মাধ্যমে দেশের অন্যতম শীর্ষ ইনভেস্টমেন্ট ব্যাংকারে পরিণত করেন নিজেকে।  তিনি Mekong Brahmaputra Clean Development Fund এরও একজন পার্টনার। এই প্রতিষ্ঠানটি কম্বোডিয়া, ভিয়েতনাম, লাওস, শ্রীলঙ্কা, নেপাল, থাইল্যান্ড এবং মায়ানমার প্রকল্পে ক্লিন এনার্জি খাতে বিনিয়োগ করে থাকে। এছাড়াও জনাব আহমেদ গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্সে লিমিটেড এবং এপেক্স ইনভেস্টমেন্টস লিমিটেড এর পরিচালক।