ফাহমিদা খান
ফাহমিদা খান
চিফ ফাইন্যান্সিয়াল অফিসার

ফাহমিদা খান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর চিফ ফাইন্যান্সিয়াল অফিসার হিসেবে কর্মরত আছেন। ফাইন্যান্স ও অ্যাকাউন্টিংয়ে ১০ বছরের অভিজ্ঞতা নিয়ে মিস খান ২০১৭ সালের জুন মাসে আইপিডিসিতে ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস-এ সিনিয়র ম্যানেজার হিসেবে যোগদান করেন। গত তিন বছরে সাংগঠনিক রূপান্তরে তিনি অসামান্য অবদান রেখেছেন।

আইপিডিসিতে যোগদানের আগে মিস খান ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের হেড অফ ফাইন্যান্স ও কোম্পানি সেক্রেটারি হিসেবে কর্মরত ছিলেন। রহমান রহমান হক (কেপিএমজি ইন্টারন্যাশনালের সদস্য সংস্থা) থেকে তিনি তাঁর কর্মজীবন শুরু করেছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (বিবিএ) স্নাতক এবং রহমান রহমান হকের বাংলাদেশ ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস থেকে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি সম্পন্ন করেছেন।

আর্থিক প্রতিবেদন, আর্থিক ও ব্যবসায়িক বিশ্লেষণ, আর্থিক পরিচালনা, বাজেটের পূর্বাভাস, কৌশলগত পরিকল্পনা ও সম্পাদনা, আর্থিক আইন ও নিয়ন্ত্রণ, নিরীক্ষা, পারফরম্যান্স ম্যানেজমেন্ট এবং মূল্যায়ন অন্তর্ভুক্ততে তাঁর বিশেষ দক্ষতা রয়েছে।