কোভিড-১৯ আক্রান্ত রোগীর চিকিৎসায় 'আইপিডিসি আরোগ্য' নামে একটি নতুন লোন সেবা চালু করেছে আইপিডিসি ফাইন্যান্স। করোনা মহামারির ভয়াবহ সময়ে প্রিয়জনকে সঠিক চিকিৎসা দেয়াই পরিবারের সর্বোচ্চ চাওয়া। করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন পড়লে চিকিৎসার ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রদান করবে আইপিডিসির নতুন এই লোন সেবা।

‘আইপিডিসি আরোগ্য’ লোন দুইভাবে দেওয়া যেতে পারে। ডিপোজিটের বিপরীতে লোন বা SOD এবং ব্যক্তিগত লোন। আইপিডিসিতে ডিপোজিট অ্যাকাউন্ট আছে এমন গ্রাহকগণ ডিপোজিটের বিপরীতে ০% স্প্রেড রেটে আরোগ্য লোন পাবেন। যদি কারও আইপিডিসিতে ডিপোজিট অ্যাকাউন্ট না থাকে তাহলে তাকে চিকিৎসার উদ্দেশ্যে ব্যক্তিগত লোন দেওয়া হবে। সেক্ষেত্রে তিনি চলমান কস্ট অফ ফান্ডের রেটে লোন পাবেন এবং এটি ব্যক্তিগত লোন হিসেবে বিবেচিত হবে।

কারা লোন পাবেনঃ কেবলমাত্র COVID সংক্রমণের ফলে পরিবারের কাউকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হওয়া লাগলে আরোগ্য লোন পাওয়া যাবে। পরিবারের সদস্য হিসেবে বিবেচিত হবেন বাবা-মা, ভাই-বোন, স্বামী/স্ত্রী, সন্তান।

'IPDC আরোগ্য' FAQ


১। 'আইপিডিসি আরোগ্য' আসলে কি?

নিচের ২টি প্রোডাক্ট কে 'IPDC আরোগ্য' নামকরণ করা হয়েছে।

COVID সাপোর্ট SOD

কেবলমাত্র COVID সংক্রমিত কোনো রোগের কারণে হাসপাতাল এ ভর্তি হওয়া লাগলে এই SOD সুবিধা পাওয়া যাবে। গ্রাহকের FD এর উপর ৮০% অথবা সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত এই লোনটি নেওয়া যাবে।  

COVID সাপোর্ট ব্যক্তিগত লোন

কেবলমাত্র COVID সংক্রমিত কোনো রোগের কারণে হাসপাতাল এ ভর্তি হওয়া লাগলে এই পার্সোনাল লোনটি পাওয়া যাবে। সর্বনিম্ন ৫০ হাজার থেকে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত এই লোন নেওয়া যাবে।

COVID জনিত রোগ ছাড়া অন্য কোনো কারণে এ লোন নেয়া যাবে কিনা?

উত্তর: না, অন্য রোগের ক্ষেত্রে এই লোন সুবিধা প্রযোজ্য নয়।

'IPDC আরোগ্য' লোন নিতে পারবেন কে?

উত্তর: শুধুমাত্র পরিবারের কোনো সদস্য কোভিড আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হলে এই লোনের জন্য আবেদন করা যাবে।  

 পরিবারের সদস্য বলতে বাবা-মা, ভাই-বোন, স্বামী/স্ত্রী, সন্তান-কে বুঝানো হচ্ছে।

'IPDC আরোগ্য' লোনের জন্য কি কি ডকুমেন্ট/দলিলাদি প্রয়োজন হবে?

উত্তর: 

IPDC আরোগ্য (SOD) সাপোর্টিং ডকুমেন্ট এর তালিকা:

  • যথাযথ ভাবে পূরণ করা অ্যাপ্লিকেশন ফর্ম  
  • COVID টেস্ট-এর ফলাফল (সর্বোচ্চ ১০ দিন আগের)
  • যে হাসপাতালে ভর্তি করা হবে সেখানকার ডাক্তারের ভর্তি সম্পর্কিত সুপারিশ
  • চিকিৎসার জন্য আনুমানিক খরচের বিবরণ দিয়ে গ্রাহকের ঘোষণাপত্র (Customer Declaration)
  • হাসপাতালে ভর্তি ফি-এর রশিদ (Money receipt)

 

IPDC আরোগ্য (ব্যক্তিগত লোন) সাপোর্টিং ডকুমেন্ট এর তালিকা:

  • যথাযথ ভাবে পূরণ করা অ্যাপ্লিকেশন ফর্ম
  • পরিচয়পত্র:
    • এর জাতীয় পরিচয়পত্রের কপি
    • গ্রাহকের ইউটিলিটি বিল-এর কপি
       
  • আয় বিবরণী দলিল:        
    • স্যালারি স্লিপ
    • ব্যাংক স্টেটমেন্
    • টিন সার্টিফিকেট  
       
  • হাসপাতাল সম্পর্কিত দলিল:
    • COVID টেস্ট-এর ফলাফল (সর্বোচ্চ ১০ দিন আগের)
    • যে হাসপাতালে ভর্তি করা হবে সেখানকার ডাক্তারের ভর্তি সম্পর্কিত সুপারিশ
    • চিকিৎসার জন্য আনুমানিক খরচের বিবরণ দিয়ে গ্রাহকের ঘোষণা পত্র (Customer Declaration) 
    • হাসপাতালে ভর্তি ফি-এর রশিদ (Money receipt)

যেহেতু পরিবারের সদস্যের চিকিৎসার জন্য লোন নেওয়া হয়, তাই সম্পর্ক প্রমাণ করতে নিম্নবর্ণিত ডকুমেন্ট দিতে হবে:

স্বামী বা স্ত্রী এর ক্ষেত্রে:

পাসপোর্ট কপি বা ম্যারেজ সার্টিফিকেট যা আবেদনকারীর সঙ্গে COVID পেশেন্ট এর বৈবাহিক সম্পর্ক প্রমাণ করতে পারে

বাবা-মা এর ক্ষেত্রে:

আবেদনকারী ও বাবা-মা এর পরিচয় পত্র (পাসপোর্ট অথবা এন.আই.ডি বা জন্ম-নিবন্ধন পত্র), যেটি দেখে সম্পর্ক বোঝা যাবে

ভাই-বোন এর ক্ষেত্রে:

আবেদনকারী ও ভাই-বোন এর পরিচয় পত্র (পাসপোর্ট, এন.আই.ডি বা জন্ম নিবন্ধন পত্র) যা দেখে সম্পর্ক প্রমাণ করা যাবে  

সন্তান এর ক্ষেত্রে:

আবেদনকারী ও সন্তান এর পরিচয় পত্র (পাসপোর্ট, এন.আই.ডি বা জন্ম-নিবন্ধন পত্র), যা দেখে সম্পর্ক প্রমাণ করা যাবে

'IPDC আরোগ্য' লোন সর্বনিম্ন ও সর্বোচ্চ কত টাকা পর্যন্ত পাওয়া যাবে? 

উত্তর : 'IPDC আরোগ্য' SOD লোন গ্রাহকের FDR এর উপর ৮০% অথবা ৫০,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৫০০,০০০ টাকা পর্যন্ত দেয়া যাবে।

'IPDC আরোগ্য' পার্সোনাল লোন সর্বনিম্ন ৫০,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৫০০,০০০ টাকা পর্যন্ত দেয়া যাবে।

'IPDC আরোগ্য' লোন সর্বনিম্ন ও সর্বোচ্চ কত দিনের মধ্যে পরিশোধ করতে হবে?

উত্তর : ''IPDC আরোগ্য' পার্সোনাল লোন ৬ থেকে ৩৬ মাসের মধ্যে পরিশোধ করা যাবে।

SOD লোনের ক্ষেত্রে ২ মাস পর্যন্ত আমানতের সুদের সমান হারে লোন পরিশোধ করা যাবে। ২ মাস পার হয়ে গেলে দেনার উপর অতিরিক্ত ২% হারে সুদ সমেত পরিশোধ করতে হবে।

'IPDC আরোগ্য' লোন এর সুদের হার কত?

উত্তর: ''IPDC আরোগ্য' SOD লোন ফিক্সড ডিপোজিট রেটের সমান রেটে পাওয়া যাবে, তবে লোন নেয়ার পর ২ মাস এর ভিতর পরিশোধ না করা গেলে দেনার উপর অতিরিক্ত ২% হারে সুদসমেত পরিশোধ করতে হবে।

'IPDC আরোগ্য' ব্যক্তিগত লোন হিসেবে প্রদান করা হলে সুদের হার হবে ৭%।

  'IPDC আরোগ্য' লোন এর আর্লি সেটেলমেন্ট এর সুবিধা আছে?

উত্তর: 'IPDC আরোগ্য' SOD লোন কোনো ফি ছাড়াই আর্লি সেটেল করা যাবে।

'IPDC আরোগ্য' পার্সোনাল লোন ১%+ভ্যাট ফিসহ আর্লি সেটেল করা যাবে।

'IPDC আরোগ্য' লোন এর 'প্রসেসিং ফি'  কত?

উত্তর: 'IPDC আরোগ্য' SOD লোনের কোনো প্রসেসিং ফি নেই।

'IPDC আরোগ্য' পার্সোনাল লোন প্রসেসিং ফি হলো ১%+ভ্যাট।