ছু‌টির দি‌নে নি‌জের গা‌ড়ি‌তে প্রিয়জ‌নের সাথে লং ড্রাইভ কিংবা বহু‌দিনের আরাধ্য নি‌জের বা‌ড়ি‌তে প‌রিবার নি‌য়ে কিছু প্রা‌ণোচ্ছ্বল সময়- সীমানা ছাড়ানো এমন সব উচ্ছ্বাস সত্যি হওয়ার সেরা সুযোগ আপনাকে দিচ্ছে আইপিডিসি ফাইন্যান্স। আপন ঠিকানা আর নিজের গাড়ির সাধ পূরণে আইপিডিসি দিচ্ছে আকর্ষণীয় ইন্টারেস্ট রেট এবং প্রোসেসিং ফি-তে ৫০% ছাড়ে হোম লোন ও অটো লোন গ্রহণের সুযোগ। সীমানা পেরোনো উচ্ছ্বাসে মেতে ওঠার সেরা সময় এখনই।

'আইপিডিসি অ্যাসেট ক্যাম্পেইন ২০২১' বিষয়ক প্রশ্ন-উত্তর


১। এই ক্যাম্পেইন এর আওতায় নিম্নলিখিত রেট এবং প্রসেসিং ফী প্রযোজ্য হবে:

হোম লোন

ক্যাটাগরি

সর্বনিম্ন সুদের হার

ঋণ প্রক্রিয়াকরণ ফী

ডাক্তার

৭.৯৯%

০.৭৫%

বেতনপ্রাপ্ত

৭.৯৯%

০.৭৫%

ব্যবসা/ জমির মালিক

৮.৪৯%

০.৭৫%

কার লোন

ক্যাটাগরি

সর্বনিম্ন সুদের হার

ঋণ প্রক্রিয়াকরণ ফী

ডাক্তার

৭.৯৯%

০.৭৫%

বেতনপ্রাপ্ত

৭.৯৯%

০.৭৫%

ব্যবসা/ জমির মালিক

৮.৪৯%

০.৭৫%

কার লিজ

সর্বনিম্ন সুদের হার

ঋণ প্রক্রিয়াকরণ ফী

৯.৯৯%

০.৭৫%

*কার লিজ কেবলমাত্র কর্পোরেট একাউন্ট এর জন্য প্রযোজ্য হবে।

২। কোন সময় পর্যন্ত উপরোক্ত রেট এ হোম লোন অথবা কার লোন পাওয়া যাবে?

উত্তর: ১ সেপ্টেম্বর থেকে ৩১শে জানুয়ারী ২০২২ পর্যন্ত।

৩। আইপিডিসি কার লোনের জন্য আবেদন করতে কোন কোন ডকুমেন্ট জমা দিতে হবে?

উত্তর:  কার লোন আবেদন করতে ন্যূনতম যে ডকুমেন্টগুলো প্রয়োজন-

- যথাযথভাবে পূরণ করা অ্যাপ্লিকেশন ফর্ম/আবেদন পত্র

পরিচয় পত্র:    - আবেদনকারীর ৩ কপি পাসপোর্ট সাইজ ছবি

  • পার্সোনাল গ্যারান্টর এর যাবতীয় তথ্য
  • পার্সোনাল গ্যারান্টর এর ২ কপি পাসপোর্ট সাইজ ছবি
  • আবেদনকারী এবং গ্যারান্টর এর এনআইডি কপি
  • আবেদনকারীর ইউটিলিটি বিলের কপি

আয় বিবরণী দলিল:     

  • স্যালারি স্লিপ
  • (Income Document)   - ব্যাংক স্টেটমেন্ট
  • টিন সার্টিফিকেট (Tax Identification Number Certificate)
  • আবেদনকারীর সম্পদের বিবরণী (Net worth declaration)

৪। আইপিডিসি হোম লোনের জন্য আবেদন করতে কোন কোন ডকুমেন্ট জমা দিতে হবে?

উত্তর: হোম লোন-এর ক্ষেত্রে আবেদনকারীর পেশার উপর নির্ভর করে বিভিন্ন ধরণের ডকুমেন্ট এর প্রয়োজন হয়। বিশদ জানতে যোগাযোগ করুন :

ইউসুফ খান

রিজিওনাল বিজনেস ম্যানেজার

০১৭১১৩৭৭০৭৮