ছেলেবেলা থেকে‌ আমরা বড় হই তাঁর হাত ধরে। নিজের সর্বস্ব দিয়ে তিনি পরিশ্রম করেন আমাদের বেড়ে ওঠাকে সুনিশ্চিত করতে। অমূল্য আস্থার আধার‌ সেই‌ বাবার জন্য আইপিডিসি-তে সঞ্চয় করে তাঁকে রাখি ভাবনাহীন। বাবার নামে কমপক্ষে ২ লাখ টাকা ডিপোজিট বা তাঁকে নমিনি করলেই পাচ্ছেন নির্ভরযোগ্য সঞ্চয়ের সাথে বাবার সুস্বাস্থ্য নিশ্চিত করতে‌ স্বনামধন্য ডায়াগনস্টিক সেন্টারে ফ্রি হেলথ চেকআপের প্যাকেজ। সাথে থাকছে বাসায় বসেই টেস্ট প্রক্রিয়া সম্পন্ন করার সুবিধা।

  • ন্যূনতম ডিপোজিটের পরিমাণঃ ২০০,০০০ টাকা
  • মেয়াদঃ ১২ মাস বা তদূর্দ্ধ


FAQ

১. “বাবার জন্য আমার সঞ্চয়” এটা কি?

আপনি আপনার বাবার নামে কিংবা বাবাকে নমিনি করে ডিপোজিট করতে পারেন ১০ জুলাই, ২০২০ পর্যন্ত।

২. এই ক্যাম্পেইনের ক্ষেত্রে ডিপোজিটে মুনাফার হার কত?

এক বছরের জন্য ডিপোজিট করলে আপনি পাবেন ৭.৫০% বার্ষিক মুনাফা।

৩. কত টাকা ডিপোজিট করলে আমি এই সুবিধা পাবো ?

সর্বনিম্ন দুই লাখ টাকা বা এর বেশি ডিপোজিট করলেই আপনি এই সুবিধা ভোগ করতে পারবেন।

৪. ক্যাম্পেইনের জন্য ডিপোজিটের সময়সীমা কি হবে?

ক্যাম্পেইনটির অধীনে কমপক্ষে ১২ মাসের জন্য ডিপোজিট করতে হবে।

৫. আমি কি আমার স্বামী অথবা ছেলের জন্য এই সঞ্চয় করতে পারি ?

জ্বি অবশ্যই। উনি যদি একজন বাবা হয়ে থাকেন তবে এই অফার ওনার জন্যও প্রযোজ্য।  

৬. কোন ডায়াগনস্টিক সেন্টারের মাধ্যমে হেলথ চেক আপ টেস্ট করানো হবে এবং কি কি পরীক্ষা সম্পন্ন করা হবে ?

হেলথ চেক আপটি ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টারের মাধ্যমে সম্পন্ন করা হবে। করোনার মাঝে আপনাকে বা আপনার প্রিয়জনকে যাতে বাসা থেকে বের হতে না হয় তা নিশ্চিত করার জন্য আপনার বাসা থেকেই স্যাম্পল সংগ্রহ করার ব্যবস্থা করা হয়েছে। স্যাম্পল -এর ভিত্তিতে টেস্টগুলো করার পর আপনাকে রিপোর্ট পাঠিয়ে দেয়া হবে অনলাইনে। টেস্ট সংক্রান্ত সকল কার্যক্রম অর্থাৎ স্যাম্পল কালেকশনের সময়সূচি, বাসা থেকে স্যাম্পল কালেকশন, টেস্টের রিপোর্ট এবং এ সংক্রান্ত সকল দায়িত্ব ও কর্তব্য ল্যাবএইড দ্বারা পরিচালিত হবে। যে পরীক্ষাগুলো করা হবে তা হলো: Complete Blood Count Random Blood Sugar (RBS) Urine R/M/E Serum Creatinine

৭. হোম স্যাম্পল কালেকশন কি আমার বাসার অবস্থানের উপর নির্ভরশীল?

জ্বি, ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টারের নিকটবর্তী এলাকা থেকেই কেবলমাত্র হোম স্যাম্পল কালেকশন করা যাবে। সেক্ষেত্রে আপনাকে ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে পরীক্ষার জন্য প্রয়োজনীয় নমুনা প্ৰদান করতে হবে।

৮. হোম স্যাম্পল কালেকশন কি আমার সুবিধামতো সময়ে করা হবে?

জ্বি, এক্ষেত্রে ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টারের সাথে যোগাযোগ করে আপনার সুবিধামতো সময়ে নমুনা প্ৰদান করতে পারবেন। তবে তা অবশ্যই ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টারের হোম স্যাম্পল কালেকশন সার্ভিসের সময়কালের মাঝে হতে হবে ।

৯. আপনাদের প্রমোশনাল রেট তো ৭.৭৫%. এক্ষেত্রে কি আমি কম মুনাফা পাচ্ছি না?

আপনি ৭.৫০% মুনাফার পাশাপাশি যে কুপন পাচ্ছেন তার মূল্য ২,০১০ টাকা। সেক্ষেত্রে আপনার বার্ষিক মুনাফা ১% বেড়ে যাচ্ছে । অর্থাৎ আপনি কার্যতভাবে ৮.৫০% মুনাফা পাচ্ছেন।

১০. এই করোনা পরিস্থিতে আমি কিভাবে আইপিডিসিতে ডিপোজিট করতে পারি?

১. আইপিডিসি-র যে কোনো অ্যাকাউন্টে আপনি অনলাইন ট্রান্সফার করতে পারেন ।
২. আপনি চাইলে আমরা করোনার জন্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে আপনার কাছ থেকে A/C Payee চেক সংগ্রহ করবো।

 

১১. অ্যাকাউন্ট ওপেনিং এর জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন এবং তা কিভাবে সংগ্রহ করা হবে?

করোনা পরিস্থিতি বিবেচনা করে আমরা এখন Email / WhatsApp এর মাধ্যমে প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ করছি।  আমরা আপনার Email / WhatsApp এ আমাদের অ্যাকাউন্ট ওপেনিং ফরমটি পাঠিয়ে দিব। পূরণকৃত ফরম, আপনার ছবি, আপনার জাতীয় পরিচয়পত্র এবং অনলাইন ট্রান্সফারের information আমাদেরকে Email / WhatsApp করলেই আমরা আপনার অ্যাকাউন্ট ওপেন করে দিবো।

 

১২. যে কোনো ডিপোজিট প্রোডাক্টের ক্ষেত্রেই কি এই অফারটি প্রযোজ্য?

শুধুমাত্র মেয়াদি ডিপোজিট প্রোডাক্টের ক্ষেত্রে এই অফারটি প্রযোজ্য।

১৩. আমার অ্যাকাউন্ট নবায়ন করলে কি তা ক্যাম্পেইনের অংশ হিসেবে বিবেচ্য হবে?

নবায়নকৃত অ্যাকাউন্টের ক্ষেত্রেও তা ক্যাম্পেইনের অংশ হিসেবে বিবেচ্য হবে ।