কন্যা শিশু পরিবারে আসে আশীর্বাদ হয়ে! সাহসী ও স্বাধীন পদক্ষেপে সামনে এগিয়ে, সে এক সময় হাল ধরে নিজের পরিবারের! বাবা-মার ভবিষ্যতে নির্ভরতা হয়ে পাশে থাকে যে কন্যা, তার ভবিষ্যৎ হোক সুরক্ষিত। হাসি-মায়া-গল্পে তার বেড়ে ওঠার প্রতিটি দিন-রাত্রি হোক আনন্দময়; উচ্ছ্বাসে পূর্ণ।
তাই এবারের 'বিশ্ব কন্যা শিশু দিবস'-এ, আপনার কন্যার জন্য করুন ডিপোজিট অ্যাকাউন্ট। আর সঞ্চয়ের নিরাপত্তায় ভরসা রাখুন আইপিডিসি ডিপোজিট-এ। আইপিডিসি প্রীতি-তে প্রতি ৫ লক্ষ টাকা ডিপোজিটে পাচ্ছেন আড়ং অথবা ক্লে স্টেশন-এর ১৫০০ টাকার গিফট ভাউচার!
সাহস, স্বপ্ন ও স্বাধীনতায় উচ্ছ্বাসে এগিয়ে যাক প্রতিটি কন্যা!

ক্যাম্পেইন সম্পর্কিত বিষয়ক প্রশ্ন-উত্তর


১. এই ক্যাম্পেইন অফারটি কাদের জন্য প্রযোজ্য?

উত্তর: কন্যা শিশু দিবস ক্যাম্পেইন অফার শুধুমাত্র ব্যক্তিগত ক্লায়েন্টদের জন্য প্রযোজ্য যারা ১২ মাসের জন্য ন্যূনতম ৫ লাখ টাকা জমা করবে। প্রাথমিক অ্যাকাউন্টধারী একজন নারী অর্থাৎ মেয়ে বা মা হতে হবে।

দ্রষ্টব্য: মাইনর অ্যাকাউন্টের জন্য, আইনী অভিভাবককে নারী হতে হবে।

২. সর্বনিম্ন কী পরিমাণ টাকা আমাকে জমা রাখতে হবে?

উত্তর: ন্যূনতম আমানতের পরিমাণ ৫ লাখ টাকা।

৩. ন্যূনতম মেয়াদ কত?

উত্তর: অফারটি পাওয়ার জন্য সর্বনিম্ন মেয়াদ ১২ মাস।

৪. কোন ডিপোজিট পণ্য এই ক্যাম্পেইনের আওতায় পড়ে?

উত্তর: সকল প্রকার মেয়াদী ডিপোজিট প্রোডাক্ট যেমন ফিক্সড ডিপোজিট, মান্থলি স্কিম, অ্যানুয়াল স্কিম ইত্যাদি এই ক্যাম্পেইনের আওতায় পড়বে।

৫. ক্যাম্পেইনের সময়কাল কত?

উত্তর: ক্যাম্পেইনের সময়কাল ১০ অক্টোবর ২০২১ থেকে ১০ নভেম্বর ২০২১ পর্যন্ত।

৬. কোন দোকান থেকে গিফট ভাউচার দেওয়া হবে?

উত্তর: আড়ং/ক্লে স্টেশন থেকে গিফট ভাউচার দেওয়া হবে। জেলাভিত্তিক তালিকা নিচে দেওয়া হলো:

জেলা আড়ং ক্লে স্টেশন
ঢাকা পাওয়া যাবে পাওয়া যাবে
চট্টগ্রাম পাওয়া যাবে পাওয়া যাবে না
কুমিল্লা পাওয়া যাবে পাওয়া যাবে না
সিলেট পাওয়া যাবে পাওয়া যাবে না
ময়মনসিংহ পাওয়া যাবে পাওয়া যাবে না
বগুড়া পাওয়া যাবে পাওয়া যাবে না
নারায়ণগঞ্জ পাওয়া যাবে পাওয়া যাবে না
যশোর পাওয়া যাবে পাওয়া যাবে না

৭. আমি কখন আমার গিফট ভাউচার পাব?

উত্তর: আমাদের আরএম অ্যাকাউন্ট খোলার পর সর্বোচ্চ ১ সপ্তাহের মধ্যে আপনার সাথে যোগাযোগ করবে।