NEWS AND INSIGHTS

NEWS AND INSIGHTS

Outsiders often have an insight that an insider doesn't quite have. It’s as basic as this, If you need to be altogether educated about all that is making news and all that is not in the nation, read up!


26 May
May 26, 2017

IPDC with FIDE Chess Master Fahad Rahman


এই ক্ষুদে দাবাড়ু ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ দেশের জন্য অনেক প্রশংসা কুড়িয়েছে। ২০১৩ সালের ১৭ জুলাই, মাত্র ১০ বছর বয়সে বাংলাদেশের সর্বকনিষ্ঠ এই দাবাড়ুকে ওয়ার্ল্ড চেজ ফেডারেশনে ফিদে মাস্টার উপাধিতে ভূষিত করেছে ফিদে। ২০১৩ সালের জুনে থাইল্যান্ডের শিয়াং মাইয়ে অনুষ্ঠিত ১৪তম এশিয়ান এইজ গ্রুপ চেজ চ্যাম্পিয়নশিপে ১৩তম বাংলাদেশি হিসেবে ফিদে মাস্টার ক্যাটাগরিতে জিতে ফিদে মাস্টার টাইটেলটি অর্জন করেন ফাহাদ। ২০১১ সালের ন্যাশনাল জুনিয়র চ্যাম্পিয়ন ফাহাদ বাংলাদেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান জিয়াকে মাত্র ৮ মিনিটের ব্যবধানে হারিয়ে প্রথম সবার নজর কেড়েছিলেন। তার বয়স যখন ৮, তখন অনুর্ধ্ব-৮ ওয়ার্ল্ড চেজ রেটিং এ তিনি সারাবিশ্বে শীর্ষ দাবাড়ু হয়েছিলেন।

 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের সিইও ও ম্যানেজিং ডিরেক্টর মমিনুল ইসলাম বলেন, ‘‘আইপিডিসি সবসময় উদীয়মান ও যোগ্যদের পাশে দাঁড়াতে পছন্দ করে সেরাদের সমর্থন ঘোষণা দেওয়ার আরও একটি মুহুর্ত এটি। এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এই ক্ষুধে বিস্ময় বালকের অনাগত দিনগুলোর অগ্রগতির সাথে থাকতে পেরে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড আনন্দিত।”

 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের সিইও ও ম্যানেজিং ডিরেক্টর মমিনুল ইসলাম, ডিএমডি ও রিটেইল হেড এএফএম বরকতুল্লাহ, জিএম ও হেড অব কর্পোরেট বিজনেস রিজোয়ান শামস, হেড অব  ব্র্যান্ড এন্ড কর্পোরেট কমিউনিকেশন মাহজাবীন ফেরদৌস, ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ, নাইন স্পোর্টস এন্ড মার্কেটিং কনসালটেন্সির সিইও মোহাম্মদ ফাহাদের বাবা-মা এবং প্রতিনিধি নাফিজ আহমেদ মোমেন।