NEWS AND INSIGHTS

NEWS AND INSIGHTS

Outsiders often have an insight that an insider doesn't quite have. It’s as basic as this, If you need to be altogether educated about all that is making news and all that is not in the nation, read up!


25 Apr
April 25, 2018

বিএফপি-বি গ্র্যান্ট চুক্তি স্বাক্ষর


১৯৮১ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রথম বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড, ন্যাথান অ্যাসোসিয়েটস লন্ডন লিমিটেড (ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট-এর একটি অনুমোদিত এজেন্ট)-এর সঙ্গে বিজনেস ফাইন্যান্স ফর দি পুওর ইন বাংলাদেশ (বিএফপি-বি)` গ্র্যান্ট চুক্তি স্বাক্ষর হয়েছে। রাজধানীর হোটেল দি ওয়েস্টিন ঢাকা’য় আইপিডিসি-এর প্রকল্প‘ অর্জন’-এর অধীনে ব্লক চেইন টেকনোলজির মাধ্যমে ডিজিটাল সাপ্লাই চেইন ফাইন্যান্স প্ল্যাটফর্ম-এর উন্নয়নের জন্য এই চুক্তি স্বাক্ষরিত হয়।  

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর এমডি ও সিইও মমিনুল ইসলাম, ডিএফআইডি অনুমোদিত এজেন্ট ন্যাথান অ্যাসোসিয়েটস লন্ডন লিমিটেড-এর ডিরেক্টর বুদ্ধিকা সামারাসিঙ্গে, বিএফপি-বি-এর টিম লিডার ফয়সাল হুসাইন, বিএফপি-বি-এর চালেঞ্জ ফান্ড ম্যান্যাজার মোঃ আরাফাত হুসাইন, নেসলে বাংলাদেশ লিমিটেড-এর ডিরেক্টর অব করপোরেট অ্যাফেয়ার্স ও বাংলাদেশ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সোসাইটি-এর প্রেসিডেন্ট নকীব খান, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর হেড অব সেন্ট্রাল অপারেশন জাকির হুসাইন, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর হেড অব আইটি এন্ড বিজনেস ট্রান্সফরমেশন আলেয়া আর ইকবালসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।