প্রতিষ্ঠাঃ
১৯৮১ব্রাঞ্চের সংখ্যা
১৫কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা
৮৯৬গ্রাহকের সংখ্যা
৭৪,২৫৬মোট ঋণ পোর্টফোলিও
৬৮.১ বিএনমোট আমানত পোর্টফোলিও
৫৯.১ বিএন* ৩১-১২-২০২২
সূচনালগ্ন থেকেই আইপিডিসি ফাইন্যান্স দেশের শিল্পখাত গঠন ও উন্নয়নে রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। আইপিডিসি তাৎপর্যপূর্ণ বিভিন্ন প্রতিষ্টানের প্রজেক্ট তাদের প্রতিষ্ঠালগ্ন থেকেই আর্থিক সহযোগী হিসেবে জড়িত ছিল যার মধ্যে অনেক প্রোজেক্টই বাংলাদেশের প্রথম। অনেক প্রজেক্টই এর মধ্যে উল্লেখযোগ্য, কিছু প্রজেক্টের নাম পাঠকের সুবিধার জন্য এখানে দেওয়া হলো :