চাকরি বা ক্যারিয়ারের মাঝে পার্থক্যইহলো প্যাশন। তখনই আপনি আবিষ্কার করতে সক্ষম হন আপনার আসল পরিচয়।
আপনার মেধা ও দক্ষতা কাজে লাগিয়েঅনায়াসেই গড়ে তুলুন আপনার সফল কর্মজীবনের যাত্রা, রচনা করুন নিজের সাফল্যের গল্প। আইপিডিসি’র চালেঞ্জিং পরিবেশ আপনার প্রচেষ্টাকে কেবল আপনার সীমাবদ্ধতাকে অতিক্রম করতে সহায়ক হিসেবে কাজ করে না, বরং আপনার কর্মদক্ষতাকে এমন মাত্রায় নিয়ে যাবে, যা কেবল বহুল স্বীকৃতির মধ্যেই সীমাবদ্ধ নয় বরং আমাদের কোম্পানি দ্বারা যথাযথভাবে পুরস্কৃত হবে।
আইপিডিসি শুধুমাত্র একটি গতানুগতিক কর্মস্থলই নয় বরং পেশাদার ও অভিজ্ঞ কর্মচারীদের একটি মিলনমেলা। আমরা ভিন্ন ভিন্ন পেশা, প্রতিষ্ঠান, বর্ণ ও ধর্মীয় বৈচিত্র্য হতে আগত জনশক্তির নানামুখী দক্ষতাকে একীভূত করে দৃঢ় ও শক্তিশালী বন্ধন তৈরি করি। আমরা বিশ্বাস করি যে শক্তির উৎস ভিন্নতা, সাদৃশতা নয়।
ক্রমাগত প্রশিক্ষণ এবং যত্ন সহকারে আমরা আমাদের কর্মকর্তা এবং কর্মচারীদের তৈরি করে থাকি, যাতে করে তাঁরা তাঁদেরসফলতার শীর্ষে পৌঁছাতে পারে এবং উপভোগ করতে পারে একটি অনন্য অভিজ্ঞতা। আইপিডিসির সাথে যুক্ত হয়েদেশ ও বিদেশের জ্ঞান অর্জনের সুযোগসহ একটি টেকসই সংগঠন গড়ে তোলার সুযোগ পাবেন। আমরা আমাদের কর্মীদের সকল সম্ভাবনা যাচাইয়ের লক্ষ্যে ঝুঁকি নিতে উদ্বুদ্ধ করি এবং কর্মচারীদের যোগ্যতা এবং অর্জনের ভিত্তিতে তাঁদেরকে মূল্যায়ন করা হয়। শুধুমাত্র বেতনভাতাই নয়, বিভিন্ন ক্ষেত্রে কর্মকর্তা/কর্মচারীদের কাজের স্বীকৃতি এবং বিভিন্ন পুরস্কার প্রদান করে থাকি যা আমাদের কোম্পানিকে অন্যদের তুলনায় অনন্য করে তোলে।
আমরা আমাদের সম্ভাব্য প্রার্থীর দক্ষতার চেয়ে মনোভাবের দিকে বেশি খেয়াল রাখি। তাদের দক্ষতাসমূহ আমাদের বন্ধুত্বপূর্ণ সহকর্মীদের এবং ব্যবস্থাপনা দ্বারা এমনিতেও তৈরি হয়ে যাবে যা সচরাচর আপনি অন্য কোন প্রতিষ্ঠানে পাবেন না।
চাকরীর বিবরণ ও আবেদন করার নির্দেশনা পেতে অনুগ্রহ করে নিম্নবর্ণিত পজিশনগুলোর উপরে ক্লিক করুনঃ
কর্মক্ষেত্র | অ্যাপ্লিকেশনের শেষ দিন | অবস্থা | বিস্তারিত | ||||||
Head of Non-Metro Asset, Retail Business | February, 18, 2023 | চলিতেছে | |||||||
|
কোনো প্রাসঙ্গিক কর্ম খালি নাই ? আমরা এখনও আপনার জন্য অপেক্ষা করছি. ইমেইল : career@ipdcbd.com