Terms

ব্যবহারের শর্তাবলী

আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড বাংলাদেশ কোম্পানি অ্যাক্ট ১৯৯৪ এর অধীনে সীমিত দায় কোম্পানি হিসাবে অন্তর্ভুক্ত হয়। আইপিডিসি’র হেড অফিসের ঠিকানাঃ হোসনা সেন্টার (৪র্থ তলা), ১০৬ গুলশান অ্যাভিনিউ, ঢাকা – ১২১২।


আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড বাংলাদেশ কোম্পানি অ্যাক্ট ১৯৯৪ এর অধীনে সীমিত দায়ে অন্তর্ভুক্ত হয়, যেটির হেড অফিস হোসনা সেন্টার (৪র্থ তলা), ১০৬ গুলশান অ্যাভিনিউ, ঢাকা – ১২১২।

বিজ্ঞপ্তি

অনুগ্রহ করে অনলাইন সার্ভিস অথবা এই ওয়েবসাইট ব্যবহারের পূর্বে মনোযোগ সহকারে এর শর্তাবলী এবং তথ্য সুরক্ষা ও প্রাইভেসি পলিসির ব্যাপারে জেনে নিন। কোন প্রসঙ্গে বিভ্রান্তি থাকলে পেশাদারী পরামর্শ নিন।

আইপিডিসি’র অনলাইন সার্ভিস সম্পর্কিত শর্তাবলী আপনার মেনে নেওয়ার স্বীকৃতি হিসেবে এই ফর্মটি আইনি প্রমাণ হিসেবে কাজ করবে। আপনি যদি এই শর্তাবলীগুলো মেনে নিতে অনিচ্ছা প্রকাশ করেন, সেই ক্ষেত্রে এই ওয়েবসাইট এবং অনলাইন সার্ভিস ব্যবহার না করার জন্য অনুরোধ করা হলো।

ডিস্ক্লেইমার

আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড এই ওয়েবসাইটের প্রতিটি বিষয়বস্তও তথ্য সর্বোচ্চ সাবধানতা এবং যত্ন সহকারেতৈরি করেছে যা কোন ধরনের ব্যক্ত বা অব্যক্ত নিবেদন বা ওয়ারেন্টির আওতায় নয়।

ওয়েবসাইটে অন্তর্ভুক্ত সকল তথ্য কোন সাম্প্রতিকবা পেশাদারী উপদেশ ছাড়া নির্ভরযোগ্য নয়। যেকোনো তথ্য সময়ের সঙ্গে পরিবর্তন হতে পারে।

স্ট্যটিস্টিকাল ডাটা সঠিক হওয়ার সত্ত্বেও অনিচ্ছাকৃত ত্রুটি-বিচ্যুতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে।

পণ্য ও সেবা

এই ওয়েবসাইটের মাধ্যমে আইপিডিসি ফাইন্যান্স কোনো দেশে অথবা কোনো ব্যক্তিকে কোনো পণ্য অথবা সেবা প্রদান করছে না যার ক্রয় বা সাবস্ক্রিপ্সশন স্থানীয় আইন দ্বারা অনুমোদিত নয়। পণ্য ও সেবা যেকোন সময় কোনো বিজ্ঞপ্তি ব্যতীত সংশোধন বা অপসারণ করা হতে পারে।

বিদেশে অবস্থানরত আইপিডিসি ফাইন্যান্সের কোনো অফিসের সাথে লেনদেন বাংলাদেশের নিয়ন্ত্রক সংস্থা দ্বারা সুরক্ষিত নয়।

এই ওয়েবসাইটে প্রদর্শিত সকল বিষয়বস্তু ও তথ্য শুধুমাত্র সাধারণ তথ্য ও তৃতীয় পক্ষ এবং তাদের পণ্য ও সেবার জন্য, যা স্বাভাবিক ব্যবসা প্রক্রিয়ার জন্য আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড দ্বারা আপনার জন্য তথ্য প্রদান ও উদাহারণস্বরূপ ব্যবহৃত। এই ওয়েবসাইটের সকল কন্টেন্টের মালিক শুধু মাত্র আইপিডিসি।

ওয়েবসাইটের সকল বিষয়বস্তু কেবলমাত্র আইপিডিসি ফাইন্যান্স মালিকানাধীন এবং ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অ্যাক্ট দ্বারা সুরক্ষিত।

ইন্টেলেকচুয়াল প্রোপার্টি রাইটস

এই ওয়েবসাইটের সকল কন্টেন্ট আইপিডিসি ফাইন্যান্সের কপিরাইটের আওতাভুক্ত এবং আইপিডিসির সম্মতি ছাড়া কোন ধরনের নকল, ডাউনলোড, বিতরণ বা প্রদর্শন করানিষিদ্ধ। এর লঙ্ঘন বাংলাদেশের ইন্টেলেকচুয়াল প্রোপার্টি আইনে শাস্তিযোগ্য অপরাধ।

ডাটা প্রাইভেসিঃ

Unless restricted by applicable laws, by using this website you hereby agrees that all your personal information that you have shared at the time of visiting this website or your information that has automatically been shared prevailing Data Protection and Privacy Policy as amended from time to time. ( the sentence isn’t complete)

ক্ষতিপূরণ ও অবসান

আপনি সম্মতি দিচ্ছেন যে আপনি ভবিষ্যৎ ক্ষয়ক্ষতির ভার বহন করবেন এবং আইপিডিসি ফাইন্যান্সকে যেকোন কর্ম, দায়, খরচ, দাবি, ক্ষয়, ক্ষতি, কার্যধারা বা ব্যয়(পূর্ণ ক্ষতিপূরণ ভিত্তিতে লিগ্যাল ফি, খরচ এবং ব্যয় অন্তর্ভুক্ত) থেকে পুরোপুরি সুরক্ষিত রাখবেন

আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড পূর্বের কোনোবিজ্ঞপ্তি ছাড়াই এই শর্তাবলী, এই ওয়েবসাইটে প্রবেশ এবং যে কোনো অনলাইন সেবার ব্যবহার যেকোন সময় নিরসনকরার অধিকার রাখে।

বিচার ব্যবস্থা এবং সীমাবদ্ধতা

আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ওয়েবসাইট নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণকরা হয় বাংলাদেশেরবিচারব্যবস্থার আওতায় এবং বাংলাদেশের মধ্যে ব্যবসায়িক কর্মকাণ্ড সম্পন্ন করেন, এবং শুধুমাত্র বাংলাদেশে বসবাসকারী ব্যক্তি অথবা অবস্থানরত সত্ত্বার জন্য প্রযোজ্য ।

পরিবর্তন

আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর নিজস্ব বিবেচনার ভিত্তিতে ওয়েবসাইটেরযেকোনো তথ্য বা বিষয়বস্তুপূর্বের কোনো বিজ্ঞপ্তি ছাড়াই যেকোন সময় পরিবর্তন ও শর্তাবলী সংশোধন করার অধিকার সংরক্ষণ করে।

আপনি স্বীকার করছেন যে অগ্রবর্তী বিষয়বস্তু এই ওয়েবসাইটের মাধ্যমে দেওয়া পণ্য ও সেবার পৃথক শর্তাবলীর কোনো নির্দিষ্ট বিধান সীমাবদ্ধ করবে না।

© আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড ২০১৭ .