• Loading

  • সরকারি নির্দেশনা অনুসারে ২৪ ও ২৫ জুলাই ২০২৪ আইপিডিসি ফাইন্যান্স-এর সকল শাখা ও উপশাখার কার্যক্রম সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত চালু রাখা হবে। বাংলাদেশ ব্যাংক-এর সাসটেইনেবিলিটি রেটিং-এ শীর্ষ প্রতিষ্ঠানের তালিকায় আইপিডিসি   |     |   'IPDC Finance Limited' এখন 'IPDC Finance PLC.' । 'IPDC Finance Limited' লিখিত চেক 'IPDC Finance PLC.'-এর চেক হিসেবে গণ্য হবে। সাম্প্রতিক নাম পরিবর্তনের পরও 'IPDC Finance Limited' লিখিত চেক গ্রহণযোগ্য হবে   |   সত্যের পথে হাঁটে অবিরত যারা মনে রেখো, কোনোদিন হারবে না তারা। যদি হারে, সেটা হবে খুব সাময়িক মিথ্যাকে বলো তুমি, ধিক ধিক ধিক ।   |   IPDC অ্যাকাউন্টের অনুকূলে নিয়মিত কিস্তি ব্যতিত অন্য যেকোনো এককালীন ফি/পেমেন্টের জন্য শুধুমাত্র মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (MTBPLC) ব্যবহার করুন। উল্লেখ্য, অন্য কোন ব্যাংকের মাধ্যমে উপর্যুক্ত ফি/পেমেন্ট জমা করা যাবে না।

সেই ১৯৮১ সাল থেকেই আমাদের অনুপ্রেরণার কেন্দ্র বিন্দুতে রয়েছে আমাদের সর্বস্তরের গ্রাহক। অগণিত গ্রাহকের সাথে কাজ করে আমরা অনুধাবন করেছি সাধারণ মানুষ সবসময়ই প্রত্যাশা করে গতানুগতিক ব্যাংকিং সেবার চেয়েও বেশি কিছু। তাই চারপাশে সকলের জীবনে উচ্ছ্বাস ছড়িয়ে দেওয়া ও নিজেদের ছাড়িয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য থেকেই আমরা সবসময় আপনাদের জন্য
নিয়ে আসি নিত্য নতুন সব আর্থিক সেবা।

আরো জানুন
  • রিটেল

  • এসএমই

  • কর্পোরেট