REGULAR EVENTS & ACTIVATIONS

ঢাকা নাইট মার্কেট ২০২৪: এক নতুনের সূচনায় জয়ী’র জয়ধ্বনি

নিবেদিতা’র আয়োজনে তিনদিনব্যাপী অনুষ্ঠিত ‘ঢাকা নাইট মার্কেট ২০২৪’ ব্যাপক সাড়া ফেলেছে ঢাকাবাসীর মাঝে। ২৮, ২৯ ও ৩০ মার্চজুড়ে ঢাকার তেজগাঁও লিংক রোডে আলোকি কনভেনশন সেন্টার-এ হয়ে যাওয়া এই উৎসব বাংলাদেশের এ ধরণের প্রথম কোনো ইভেন্ট। স্বাভাবিকভাবেই মানুষ উৎসাহ নিয়ে অপেক্ষায় ছিল ভিন্নধর্মী এই আয়োজনের স্বরূপ দেখতে। কী এই নাইট মার্কেট? কেমন হবে এর আয়োজন? অন্যসব মেলা বা প্রদর্শনীর মতোই কিছু? নাকি আরও ভিন্ন কিছু? এইসব চিন্তা-ভাবনা আর প্রশ্নের সাথে আয়োজন ঘিরে জন্ম নিয়েছিল দারুণ কিছুর প্রত্যাশা। প্রত্যাশা পূরণের প্রচেষ্টায় কোনো কমতি রাখেননি আয়োজকরা। বৈচিত্র্য আর নান্দনিকতায় মুগ্ধ হয়েছেন দর্শনার্থীরা। ‘ঢাকা নাইট মার্কেট ২০২৪’-এ ফাইন্যান্স কোম্পানি পার্টনার হিসেবে অংশ নিয়েছিল আইপিডিসি ফাইন্যান্স। আইপিডিসি’র নারী উদ্যোক্তা লোন প্রোডাক্ট ‘জয়ী’র ব্যানারে এই আয়োজনে ছিল প্রতিষ্ঠানটি।  

 

‘জয়ীদের পসরা’

‘জয়ী’কে ঘিরেই যেহেতু আইপিডিসি’র স্টল, তাতে জয়ীদের জয়জয়কার তো থাকতেই হবে। তাই ‘জয়ীদের পসরা’ নামে আইপিডিসি’র স্টলে দেখা মিলেছে তিন-তিনজন জয়ীর। তাঁরা তিনজনই নারী উদ্যোক্তা এবং আইপিডিসি’র ‘জয়ী’ লোনের গ্রাহক। তাঁদের তিন উদ্যোগ ‘মায়ের আঁচল ফ্যাশন’, ‘বঙ্গগড়া’ এবং ‘বাংলা সেলাই’ এই আয়োজনে জয়ী’র স্টলে উপস্থিত থেকে তাদের ব্যবসায়িক পণ্যসমূহ প্রদর্শন করেছে, বিক্রয় করেছে। প্রতিদিনই পুরোটা সময় দর্শনার্থীদের ভীড় লেগে ছিলো এই স্টলে। নিজেদের পণ্যকে সবার সামনে তুলে ধরার মোক্ষম মঞ্চ পেয়ে খুশি এই তিন জয়ীও। নারী উদ্যোক্তাদের স্বপ্ন ছোঁয়ার অদম্য যাত্রায় যদি একটুও বাড়তি অনুপ্রেরণা জুগিয়ে থাকে এই স্টল, তাতেই সার্থক নাইট মার্কেটে আইপিডিসি’র অংশগ্রহণ।

স্টলে আরও ছিল বিনোদনের নানা মজার উপকরণ। এক পাশে থাকা স্পিনিং হুইল বোধহয় সবচেয়ে বেশি আগ্রহ সৃষ্টি করেছিলো। শিশু থেকে প্রাপ্তবয়স্ক সবাই একবার করে মজার ছলে যাচাই করে নিচ্ছিলো ভাগ্য কী রেখেছে মুফতের পুরস্কার হিসেবে। কাঁচের চুড়ি, হাওয়াই মিঠাই, তিন উদ্যোক্তার পণ্যে ডিসকাউন্টসহ নানা উপহারে আনন্দ কুড়িয়ে নিচ্ছিলো স্টলের দর্শনার্থীরা। আইপিডিসি যে উচ্ছ্বাসের বার্তাবাহক, সেই উচ্ছ্বাসই ঘিরে ছিল স্টলটাকে। 

উল্লেখ্য, আইপিডিসি’র নারী উদ্যোক্তা লোন ‘জয়ী’ ২০১৮ সালে যাত্রা শুরু করে অ্যাকসেস টু ফাইন্যান্স, অ্যাকসেস টু মার্কেট, অ্যাকসেস টু ক্যাপাসিটি ডেভেলপমেন্ট এবং অ্যাকসেস টু বিজনেস সাপোর্ট- এই চারটি স্তম্ভকে সুনিশ্চিত করার মাধ্যমে নারী উদ্যোক্তাদের পথচলাকে সহজ করে তোলার প্রত্যয়ে।

 

বৈচিত্র্যের উচ্ছ্বাস

ঢাকা নাইট মার্কেট ২০২৪-এ হাজির ছিল আশিটিরও বেশি লাইফস্টাইল ব্র্যান্ড। তাদের পণ্য আর সেবা চমক জাগিয়েছে দর্শনার্থীদের মনে। বড়ো উদ্যোগের পাশাপাশি নব্য ও ক্ষুদ্র উদ্যোক্তাদের উপস্থিতি ছিল নাইট মার্কেটের সৌন্দর্য। পণ্যের বৈচিত্র্যও ছিল বেশ দারুণ। অনেক নতুন বা তুলনামূলক কম পরিচিত উদ্যোক্তা তাদের পণ্যগুলোকে তুলে ধরতে পেরেছিলেন এই আয়োজনের মধ্য দিয়ে।

তারকা উপস্থিতি, শিশুদের খেলার স্থান, ম্যাজিক শো, ফায়ার স্পিনিংসহ মনমাতানো ও রোমাঞ্চকর নানা আয়োজনে পূর্ণ এই ইভেন্টটি বেশ জমজমাট ছিল তিনটি দিন জুড়েই। ছিল ডেকোরেশনের নতুনত্ব। প্রতিটি কোনা সেজে উঠেছিলো শৈল্পিক বহিঃপ্রকাশে। ওয়াফল, ফুচকা, চা, আইসক্রিম, কফিসহ খাবারের বৈচিত্র্যও ছিল প্রচুর। মোট মিলিয়ে, অভিনব এই উৎসবে প্রাণভোমরা হয়েছিলো আয়োজনের বৈচিত্র্য আর নান্দনিকতা।   

ধন্যবাদটা নিবেদিতাসহ পুরো আয়োজনের সাথে যুক্ত প্রতিটি পক্ষেরই প্রাপ্য। অক্লান্ত পরিশ্রমে একটি নতুন আয়োজনের সফল বাস্তবায়নের জন্য তাদের প্রতি জানাই কৃতজ্ঞতা। আগামী আয়োজনগুলো নিশ্চয়ই ছড়াবে আরও বেশি উচ্ছ্বাস।